Rural WomensLifestyle Others 

দুর্গার সামাজিক- স্বীকৃতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় মহিলা কমিশন ঘাটালে চোলাই উচ্ছেদের নেত্রী দুর্গা মালিককে পুরস্কৃত করতে চলেছে। স্থানীয় সূত্রের খবর, ঘাটালের গোপমহল এলাকায় এক সময় চোলাইয়ের রমরমা কারবার চলত। চোলাই খেয়ে অনেকেরই অকালে প্রাণ গিয়েছে। ২০১২ সালে এলাকার কিছু মহিলাকে নিয়ে দুর্গা মালিক শুরু করলেন অভিযান। চোলাইয়ের বিরুদ্ধে লাগাতার আন্দোলন হল। সাফল্য এল আন্দোলনেই। তাঁর এই সামাজিক কর্মকাণ্ডের জন্য আগামী ৬ মার্চ পুরস্কৃত করবে কমিশন। এই স্বীকৃতির পর দুর্গা মালিকের মন্তব্য, “আমি কি এত সম্মান পাওয়ার উপযুক্ত? সবাই এগিয়ে আসুক এরকম আন্দোলনে।” দুর্গার সামাজিক- স্বীকৃতিতে খুশি ঘাটালের মানুষ। নানা প্রতিকূল পরিস্থিতি জয় করেই সামনে এগিয়ে গিয়েছেন সমাজের এই দুর্গা। জনমানসে সচেতনতা বাড়ালে অনেক নারীই হতে পারেন দুর্গার মতোই।

Related posts

Leave a Comment