Economic GraphsLifestyle Others 

৫ বছরে খুচরো বাজার হবে দ্বিগুণঃ যৌথ সমীক্ষা রিপোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৫ বছরে দ্বিগুণ হবে খুচরো বাজার, এমনই রিপোর্ট বিসিজি-র। ২০২৪ সালের মধ্যে দেশের অর্থনীতি ৫ লক্ষ কোটি ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে এমনও পূর্বাভাস। দেশের খুচরো বাজার ২০১৯ সালের ০.৭ লক্ষ কোটি ডলার থেকে গড়ে বার্ষিক ৯-১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে ১.৩ লক্ষ কোটি ডলারে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে। বিসিজি-র প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে। বাজার-সমীক্ষা সংস্থা বস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি) এবং দেশের রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সমীক্ষকরা যৌথভাবে এই সমীক্ষা করেন। যৌথ উদ্যোগে গঠিত “রিটেল ২.০ উইনিং দ্য টোয়েন্টিজ” শীর্ষক রিপোর্টে এমনটাই দাবি করা হল। এক্ষেত্রে দাবি করা হয়েছে, ভারতের খুচরো বাজার বিকেন্দ্রীভূত হলেও সার্বিকভাবে দেশের প্রথম ৫ সংস্থার প্রত্যেকের হাতেই আগামী দশকে ১০ শতাংশ করে বাজার থাকার সম্ভাবনাই বেশি।

Related posts

Leave a Comment