ফের রেষারেষির জেরে বাস দুর্ঘটনা সল্টলেকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সল্টলেকে বাস দুর্ঘটনা, আহত বহু যাত্রী৷ আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস মেট্রোর পিলারে ধাক্কা মারে ৷ সল্টলেকের সেন্ট্রাল পার্কের গেটের উল্টো দিকে দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় বাসের ১২ জন যাত্রী আহত হয়েছেন ৷
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত বাসটি অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল ৷ তার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মেট্রোর একটি পিলারে গিয়ে ধাক্কা মারে৷ এরপরই ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর পুলিশ ৷ তারা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান ৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ ৷ রেষারেষি না অন্য কোনও কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।