মোবাইলের মতই এবার বিদ্যুতের প্রি -পেড চালু হচ্ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মোবাইলের মতো বিদ্যুতেরও প্রি -পেড চালু করতে চলেছে রাজ্য। বিদ্যুৎ দফতর থেকে এমনই ইঙ্গিত পাওয়া গেল। বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর ,মাসের শুরুতে বা নির্দির্ষ্ট সময়ে ব্যাঙ্কে বিদ্যুতের বিল আগে থেকে জমা দিলেই এবার থেকে আলো জ্বলবে ও পাখা ঘুরবে। এই প্রস্তাব কেন্দ্র থেকে এসেছে রাজ্যে।উল্লেখ্য, এমন ঘটনা কয়েক বছর আগে থেকে চলছে নিউটাউনে। এক্ষেত্রে একদিকে বিদ্যুৎ সাশ্রয় হবে আয়ও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে । রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, কয়েকদিন আগেই একটা সার্কুলার কেন্দ্র পাঠিয়েছিল। তবে এর আগেই নিউটাউনে বাড়ি বা অফিসে প্রি -পেড বিদ্যুৎ বিল চালু হয়েছে। এবার পর্যায়ক্রমে রাজ্যে এমন ব্যবস্থা চালু করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।