Pulwama attackBreaking News 

গ্রেফতার পুলওয়ামা বিস্ফোরণের বিস্ফোরক সরবরাহকারী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেখতে দেখতে ১ বছর পার হয়ে গেলো পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ডের। ভারতীয় সেনা এবং সমগ্র ভারতবাসী এখনো সেই যন্ত্রনা ভুলতে পারে নি। শান্ত ছিল না জাতীয় নিরাপত্তা সংস্থা (NIA)। বহু তদন্তের পর পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের জঙ্গিদের সাহায্যকারীকে গ্রেফতার করল জাতীয় নিরাপত্তা সংস্থা (NIA)। ধৃত ব্যক্তির নাম শাকির বসির ম্যাগরে। পুলওয়ামায় তার একটি আসবাবপত্রের দোকান রয়েছে। ওই হামলার আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার-কে সে আশ্রয় দিয়েছিল।

জাতীয় নিরাপত্তা সংস্থার কঠোর জেরায় শাকির স্বীকার করেছে, সে বহুবার অস্ত্র, টাকা ও বিস্ফোরক জইশ-ই-মহম্মদ জঙ্গিদের হাতে তুলে দিয়েছে। গতবছর পুলওয়ামা হামলার সময়েও জঙ্গিদের হামলায় ব্যবহার করা বিস্ফোরক সে সরবরাহ করেছিল। জেরায় সে আরও জানিয়েছে, দুই জঙ্গি মহম্মদ উমর ফারুখ ও আদিল আহমেদ দার ২০১৮ সালের শেষ দিক থেকে ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত তার বাড়িতেই ছিল। বিস্ফোরক (IED) তৈরি করতেও সাহায্য করেছিল শাকির। এমনকি বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহৃত হয়েছিল সেই গাড়ির মধ্যে বিস্ফোরক রাখার কাজেও সে উপস্থিত ছিল।

Related posts

Leave a Comment