ডোপের দায়ে নির্বাসিত চিনের সাঁতারু ইয়াং
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নির্বাসিত হলেন সুন্ ইয়াং। ডোপিংয়ের দায়ে ৮ বছর নির্বাসিত হতে হল চিনের এই সাঁতারুকে। জনপ্রিয় এই সাঁতারু অলিম্পিকে ৩ বারের সোনা জয়ী। অভিযোগ , ২০১৮ সালে তিনি ডোপিং পরীক্ষা দিতে অস্বীকার করেছিলেন। আবার তার বিরুদ্ধে ডোপের নমুনা নষ্ট করার অভিযোগও রয়েছে। ক্রীড়া আদালত ইয়াং-কে এই সাজা দিয়েছে। এ প্রসঙ্গে সুন্ জানিয়েছেন, “ঠিক রায় দেওয়া হলো না। আমি বিশ্বাস করি আমি নির্দোষ। এই রায়ের বিরুদ্ধে আদালতে যাব।”