BritainOthers World 

ব্রিটেনের স্কুল-কলেজগুলিতে পড়ার আগ্রহ ক্রমেই বাড়ছে ভারতীয়দের, রিপোর্টে ইঙ্গিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় পড়ুয়াদের ব্রিটেনে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে বলে খবর। আমেরিকার তুলনায় ব্রিটেনের স্কুল-কলেজগুলিতে পড়ার আগ্রহ ক্রমেই বাড়ছে ভারতীয়দের মধ্যে, ব্রিটিশ প্রকাশিত সাম্প্রতিক এক পরিসংখ্যানে এমনই ইঙ্গিত মিলেছে। গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত ওই রিপোর্টে জানা যায়, ২০১৯ সালে মোট ৩৭,৫০০ জন ভারতীয় পড়ুয়া ব্রিটেনে পড়াশোনা করার জন্য ভিসা পেয়েছে। যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৯৩ শতাংশ বেশি। প্রসঙ্গত, গত ৮ বছরে এত বিপুল সংখ্যায় ভারতীয় পড়ুয়াকে কোনও বারই ভিসা দেয়নি ব্রিটেন। জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে ভারতীয় পড়ুয়াদের মধ্যে ব্রিটেনে পড়াশোনা করার আগ্রহ বাড়ছে। সেটা “টায়ার ৪” ভিসার আবেদন এবং তা মঞ্জুরের পরিসংখ্যান দেখলেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনকী এত বিপুল সংখ্যায় ভিসা এই প্রথম। ভারতে নিযুক্ত কার্যনির্বাহী ব্রিটিশ হাইকমিশনার জ্যান থম্পসন জানিয়েছেন, এতে শিক্ষাকেন্দ্র হিসেবে ব্রিটেনের উৎকর্ষতা এবং ভারতীয় ছাত্রছাত্রীদের মেধা- দুই-ই মুখ্য বিষয় হিসেবে উঠে আসে। এটা অত্যন্ত গর্বের বিষয়।

Related posts

Leave a Comment