ইউক্রেনের গবেষণাগারের সামনে লাল বরফ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বরফ এখন এমনই লাল। অ্যান্টার্কটিকায় ইউক্রেনের গবেষণাগারের সামনের ছবিটা হয়ে উঠেছে ভিন্নরকম। এই ছবি ফেসবুকে পোস্ট করেছেন ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রক। অন্যদিকে বরফ লাল হয়ে যাওয়ার জন্য দায়ী করা হয়েছে, ক্ল্যামাইডোমোনাস নিভালিস নামের শৈবালকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই শৈবালে লাল রঙের ক্যারোটিন পিগমেন্ট থাকে। বরফের উপর সি নিভালিস জন্মানোর ফলে বরফেও লেগেছে লাল রং। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, বরফ লাল হওয়ায় সূর্যের আলো যতটা প্রতিফলিত হওয়ার কথা ততটা হতে পারে না। ফলে বেশি তাপ শোষণ করে বরফ গলে যায়। তাই সরাসরি জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রয়েছে এই শৈবালের।