এশিয়া কাপ হচ্ছে দুবাইয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ২০২০ সালের এশিয়া কাপ হতে চলেছে দুবাইয়ে। এই এশিয়া কাপের খেলা পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্ত নিরাপত্তার কারণে ভারত খেলতে যেতে আপত্তি তোলে। শেষ পর্যন্ত এশিয়া কাপ হচ্ছে দুবাইয়ে। এই টুর্নামেন্ট খেলবে ভারত ও পাকিস্তান,জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।প্রসঙ্গত, প্রাথমিকভাবে ঠিক হয় সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হবে পাকিস্তানে। এক্ষেত্রে বিসিসিআই স্পষ্ট জানিয়েছিল নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানো যাবে না। এরপর টুর্নামেন্ট দুবাইয়ে সরানো হয়। ইডেন গার্ডেন্সে বিসিসিআই সভাপতি সৌরভ জানিয়েছেন, এশিয়া কাপ হবে দুবাইয়ে। ভারত ও পাকিস্তান দুটো দলই খেলবে।