Eyevajeni UrichencoOthers Sports World 

রাশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনের নয়া প্রেসিডেন্ট ইউরিচেঙ্কো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইয়েভজেনি ইউরিচেঙ্কো রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হলেন। নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদে ৩ জন ছিলেন। সভার শুরুতে ইউরিচেঙ্কো বাদে সবাই নাম তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে। ক্রেমলিনের নির্দেশ মেনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি প্রেসিডেন্ট হয়েছেন, এমনটাই জানা যায়। এই মুহূর্তে তাঁর সামনে সবচেয়ে বড় কাজ রয়েছে দেশের স্বার্থে। বিশ্বে নিষিদ্ধ রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশন। ডোপ কেলেঙ্কারির দায় মুক্ত করাটাই চ্যালেঞ্জ।

Related posts

Leave a Comment