earthEnviornment Others 

আগামী ৫দশকে বিলুপ্ত হতে পারে বহু গাছ ও প্রাণীকূল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৫ দশকের মধ্যে লুপ্ত হয়ে যেতে পারে বহু গাছ এবং প্রাণী। বিশেষজ্ঞ গবেষকরা জানিয়েছেন, ২০৭০সালের মধ্যে বিলুপ্ত হতে পারে তিন ভাগের এক ভাগ প্রাণী ও গাছপালা। এরফলে প্রভাব পড়তে পারে জনজীবনে।সম্প্রতি আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ক্রিচিয়ান রোমা-পালসিওস বিভিন্ন জলবায়ু পরিবর্তনের বিষয়টি সামনে এনেছে। এতে দেখা গিয়েছে, তার প্রভাব নিশ্চিতভাবে পড়বে পশু ও গাছগাছালির উপর।তার জেরেই লুপ্ত হয়ে যাবে অসংখ্য গাছ ও প্রাণী। গবেষকরা পরীক্ষা -নিরীক্ষা করে দেখেছেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে বহু প্রাণী বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। গবেষকরা এই সব প্রাণীদের গতিবিধি নিয়ে গবেষনা করে দেখেছেন। এক্ষেত্রে তাঁদের ব্যাখ্যা – পৃথিবীর ৫৮১টি এলাকা থেকে ৫৮৩ রকম গাছপালা এবং প্রাণীকে নিয়ে সমীক্ষা চালানো হয়। পাশাপাশি জলবায়ু সংক্রান্ত তথ্যও নেওয়া হয়। এ বিষয়ে গবেষকরা আরও দেখেছেন, বিভিন্ন ধরণের প্রজাতির প্রায় ৪৪শতাংশ ইতিমধ্যে লুপ্ত হয়ে গিয়েছে। গ্রীষ্মকালে তাপমাত্রার পারদ এতই বেড়ে চলেছে তাতে সমস্যার মুখে পড়ছে প্রাণীকূল ও গাছপালা। অস্তিত্ব সংকটের মুখে পড়ছে তারা। তবে এ বছরের গড় তাপমাত্রা খুব বেশি জলবায়ুর ওপর প্রভাব ফেলছে না। সামগ্রিক জলবায়ুর উপর ব্যাপক প্রভাব পড়ছে। তাই সংকট বাড়ছে প্রতিদিন।

Related posts

Leave a Comment