উত্তর থেকে দক্ষিণ, বাংলায় ফের আসছে বৃষ্টি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শীতকালীন বৃষ্টি কমবেশি সকলেরই দেখা কিন্তু বসন্তকালীন বৃষ্টি খুব কম দেখা যায়। কিন্তু এবছর বসন্তকালেও বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। আগামী সোমবার থেকে পুনরায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কেবলমাত্র দক্ষিণবঙ্গই নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সোম এবং মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি এবং দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী এক সপ্তাহ ধরে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে বলে জানালো হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম অর্থাৎ ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম অর্থাৎ ২৮.১ ডিগ্রি।