iplOthers Sports 

গুয়াহাটিতে এবার আইপিএল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেটে স্টেডিয়ামে এই প্রথম আয়োজিত হচ্ছে আইপিএল । আগে অন্যান্য স্টেডিয়ামে আই পি এলের ম্যাচ হলেও এই প্রথম গুয়াহাটির মাঠেই রাজস্থান রয়্যাল পর পর খেলবে দুটি হোম ম্যাচ। এবছরের ৫ ও ৯ এপ্রিল খেলা দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত ৮টায়। রাজস্থান রয়্যাল ২০২০ সালের আই পি লের প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচটি খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। গুয়াহাটিতে আই পি এলের আসর বসায় খুশি গুয়াহাটির ক্রিকেটপ্রেমীরা। তারা মুখিয়ে আছে আই পিএলের ম্যাচ দেখার জন্য।

Related posts

Leave a Comment