ESI-PGIMSR-Medical-College-Hospital-JokaBreaking News Health 

পশ্চিমবঙ্গের ইএসআইয়ে ১৩ টিউটর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টিউটর পদে মোট ৬টি ডিসিপ্লিনে ১৩ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গের ইএসআই হাসপাতালে। চুক্তিভিত্তিতে নিয়োগ হবে নিয়োগ হবে ৩ বছরের জন্য। যাঁরা সিনিয়র রেসিডেন্ট হিসেবে কোনও সরকারি প্রতিষ্ঠানে ৩ বছরের মেয়াদ সম্পূর্ণ করেছেন এবং যাঁরা বন্ডে কাজ করছেন, তাঁরা আবেদন করবেন না। নিয়োগ হবে ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি বিভাগে।

শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল পোস্ট গ্র্যাজুয়েট (এমডি/ এমএস) ডিগ্রিধারীরা অথবা ডিপ্লোমা (ডিএনবি/ ডিপ্লোমা) পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা স্টেট মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা চাই।

বয়স ও মাইনে: বয়স হতে হবে ইন্টারভিউয়ের তারিখের হিসেবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। থোক পারিশ্রমিক মাসে ৬৭,৭০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে ফিজিওলজি, ফার্মাকোলজি ও মাইক্রোবায়োলজির ক্ষেত্রে ২৫ নভেম্বর এবং বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে ২৬ নভেম্বর। প্রার্থীরা ওপরে বলে দিনগুলিতে সকাল ৯টার মধ্যে ২ কপি পাসপোর্ট মাপের ছবি ও সম্পূর্ণ জীবনপঞ্জি সহ যাবতীয় প্রমাণপত্রের মূল ও স্বপ্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে নথিপত্র যাচায়ের জন্য উপস্থিত হবেন এই ঠিকানায়: ESI-PGIMSR & ESIC Hospital & ODC (EZ), Academic Block, 2nd Floor, Diamond Harbour Road, P.O. Joka, Kolkata-700 104. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 14 of 2020। আরও বিস্তারিত জানতে পারবেন নীচে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment