calcutta high courtBreaking News Others 

১,৪৭৮ বন্দি মুক্ত প্যারোল ও অন্তর্বর্তী জামিনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্যারোল ও অন্তর্বর্তী জামিনে মুক্ত ১,৪৭৮ জন বন্দি। রাজ্যে ২৫২ জন বন্দি প্যারোলে এবং ১,২২৬ জন বিচারাধীন বন্দি অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছে। করোনা সংক্রমণের জেরে সরকারি নির্দেশে সাধারণ মানুষ ঘরবন্দি। সেইসময় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পশ্চিমবঙ্গে গঠিত হাইপাওয়ার কমিটির সিদ্ধান্ত অনুসরণে সংশোধনাগার বা কারাগার থেকে এইসব বন্দিরা সাময়িকভাবে সাধারণ জীবনে ফেরার সুযোগ পেল। বুধবার কলকাতা হাইকোর্টকে তা জানাল স্টেট লিগ্যাল সেল অথরিটি তথা সালসা।

প্রধান বিচারপতি থোট্টাথিল ভি রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, এরপরেও কোনও বন্দি যদি ছাড়া পেতে চায়, সেক্ষেত্রে তার মামলার বিষয়বস্তু ওই কমিটির কাছে পাঠাতে হবে। কমিটি মনে করলে সেই বন্দির ব্যাপারে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

প্রসঙ্গত, প্রেসিডেন্সি সংশোধনাগারে এক মহিলা বন্দি সহ ৭ জনের হাইকোর্টকে পাঠানো আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ মামলার শুনানি হয়। আবার দেশের শীর্ষ আদালত ও রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশে বন্দিদের মধ্যে করোনা সংক্রমণ রোখার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের ছাড়ার ব্যাপারে গত ৬ এপ্রিল ওই কমিটির বিশেষ বৈঠক বসে। ওই বৈঠকের বিষয়বস্তু হাইকোর্টেও পেশ করা হয়। এডিজি অ্যান্ড আইজি, কারেকশনাল হোম সার্ভিসেস একটি রিপোর্ট পেশ করে জানিয়েছে, বন্দিদের মধ্যে সংক্রমণ রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আদালত সন্তোষপ্রকাশ করেছে বলে খবর।

এক্ষেত্রে বেঞ্চ জানিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার যে সব গাইডলাইন দিচ্ছে, তা যেন মেনে চলা হয়। আবার কোনও বন্দি বা বিচারাধীন বন্দিকে ছাড়ার ব্যাপারে সমস্যা তৈরি হলে উপযুক্ত অভিমত সহ তা যেন কমিটির কাছে পেশ করাও হয়।

Related posts

Leave a Comment