mg roadAccident Others 

শহরে পৃথক দুটি দুর্ঘটনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শহরে পৃথক দুটি দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় জখম ৩। পুলিশ সূত্রের খবর, নিউ গড়িয়াহাট রোড ও হাজরা রোডের মোড়ে একটি ট্যাক্সির ধাক্কায় জখম তিলজলা থানা এলাকার রমেশচন্দ্র রাউত নাম এক সাইকেল আরোহী। অন্যদিকে, বড়বাজারের এমজি রোডের মোড়ে গাড়ির ধাক্কায় জখম হন সন্দীপ ধাড়া ও জ্যোতি ধাড়া নাম দুই মোটরবাইক আরোহী। তবে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment