চৈত্র অমাবস্যা ব্রত
আজ ২১মার্চ মঙ্গলবার। চৈত্র মাসের অমাবস্যা। মঙ্গলবার তাই এটি ভৌম অমাবস্যা নামে পরিচিত। অমাবস্যাটি বিশেষ ভাবে পালিত হয়ে থাকে । পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলে থাকেন,এই শুভ দিনটিতে গঙ্গা বা নদীতে স্নান করতে পারেন। এই গুরুত্বপূর্ণ তিথিতে পুজো-পাঠ করা ভালো। পূর্বপুরুষদের জলদানও করতে পারেন।পূর্বপুরুষগণ উত্তরসূরিদের শুভ কর্ম থেকে তৃপ্তি ও শান্তিলাভ করতে পারবেন। পরিবারের পরলোকগত সদস্যদের তুষ্ট করার দিনও বলা হয়ে থাকে।
Read More