সিএএ-এনআরসি বিতর্কের মাঝেও মাতৃভাষা দিবসে ঐক্যবার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিভাজনের মধ্যেই ভাষা মৈত্রী অনুষ্ঠান। এবার ২১ ফেব্রুয়ারির মাতৃভাষা দিবস উদযাপনে বিশেষ একটি বার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই পোস্টার তৈরি করেছে ২১ ফেব্রুয়ারি উদযাপন কমিটি। দেশ জুড়ে সিএএ-বিতর্ক তুঙ্গে। এনআরসি-আতঙ্কের আবহে ২১ ফেব্রুয়ারিকে নতুন মাত্রায় বাঙালির সামনে তুলে ধরতে তৈরি হয়েছে এই কমিটি। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি সভা করে এই কমিটি তৈরি হয়েছে। ২০-২১ ফেব্রুয়ারি টানা দু-দিনের অনুষ্ঠান-সূচি তৈরি করেছে ওই সংগঠন। গত ২৩ বছর ধরে অ্যাকাডেমির সামনে ছাতিমতলায় ২১ ফেব্রুয়ারি পালন করে আসছে ভাষা ও চেতনা সমিতি। এ বছর ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত থাকবেন অসম ও বাংলাদেশের শিল্পীরাও। আলোচনা হওয়ার বিষয়- বাংলা ও বাঙালি। উল্লেখ্য, রাজ্য সরকার দেশপ্রিয় পার্কে ভাষা শহিদ স্মারক তৈরি করার পর কয়েক বছর সেখানে অমর ২১ ফেব্রুয়ারি উদযাপনের অনুষ্ঠান হয়েছে। পাশাপাশি বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনেও রাজ্য সরকার ও কলকাতা পুরসভার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি উদযাপন করা হয়। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।