এক টাকায় সল্টলেক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সল্টলেকে পশ্চিমবঙ্গ সরকারকে উপনগরী তৈরির জন্য একসময় এক টাকার নামমাত্র মূল্যে জমি বিক্রি করেছিলেন হেমচন্দ্র নস্কর। সেটি ছিল সাত দশক পূর্বের ঘটনা। তবে পশ্চিমবঙ্গের মানুষ তাঁর কথা প্রায় ভুলেই বসেছেন। বিস্মৃতির সেই আঁধার দূর করতে এবার তাঁর আত্মীয়-পরিজনরা উদ্যোগী হল। উল্লেখ্য, ১৯৫০-এর দশকের শেষ দিক। বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের স্বপ্ন ছিল কলকাতার উপকণ্ঠে এটি উপনগরী গড়ে তোলার। পাশাপাশি হেম নস্করের স্মৃতিরক্ষায় আগ্রহী সল্টলেকের বিশিষ্ট নাগরিকরাও। হেম নস্করের পরিবার-পরিজনরা সরকারের কাছে আর্জি জানিয়েছেন সল্টলেকে তাঁর নামে মূর্তি প্রতিষ্ঠার জন্য। এমনকী উপনগরীর কোনও পার্ক বা মেট্রো স্টেশনের নামকরণ হোক হেমচন্দ্রের স্মৃতিরক্ষায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটায় অত্যন্ত ধনী পরিবারে হেম চন্দ্র নস্করের জন্ম হয়েছিল। তবে জমিদারি থাকলেও নস্কর পরিবারে পায়রা ওড়ানোর কালচার ছিল না। উল্লেখ্য, বিধানচন্দ্রের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র (পুলিশ) প্রতিমন্ত্রী ছিলেন অর্ধেন্দু নস্কর। হেমচন্দ্র নস্কর ছিলেন বন ও মৎস্য দপ্তরের পূর্ণমন্ত্রী। এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা বিশিষ্ট ইতিহাসবিদ সুরঞ্জন দাস জানিয়েছেন, সল্টলেকে হেমচন্দ্রের শুধু মূর্তি স্থাপনই নয়, গবেষণার ভিত্তিতে তাঁর জীবনের ওপর একটি পুস্তিকা প্রকাশও প্রয়োজন। সল্টলেক উপনগরীর মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, এ ব্যাপারে এখনও তাঁদের কেউ কিছুই জানাননি। তবে রাজ্য সরকার চাইলে বিষয়টি তাঁরা নিশ্চই ভাববেন।