চোখে ধুলো দিয়ে লুঠ শক্তিগড়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সম্পূর্ণ নতুন কায়দায় চুরি। বর্ধমানের শক্তিগড়ের দুটি দোকানের ক্যাশ বাক্স থেকে অন্তত ২৫ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শক্তিগড়ের ২ নং জাতীয় সড়কের ধারে থাকা দুটি ল্যাংচার দোকানে। জানা গিয়েছে, দোকানের মালিক ও ম্যানেজারকে বোকা বানিয়ে এই টাকা আত্মসাৎ করেছে দুষ্কৃতীরা। রাস্তার ডানদিকের দোকানগুলিতে আগে থেকেই ওই দুষ্কৃতীদের নজর ছিল। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় ভিড়ে ঠাসা ওই দোকান দুটিতে ঢুকেছিলেন একজন মহিলা ও পুরুষ খদ্দের। তারা প্রথমে একটি মিষ্টির দোকানে ঢুকে ৫০ টাকার মিষ্টি কিনে ২০০০ টাকার নোট ভাঙায়। তারপরেই অন্য দোকানটিতে গিয়ে চারটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০০ টাকার নোট চায়। দোকানের মালিক এবং ক্যাশিয়াররা যখন তাদের টাকা ফেরত দিতে ব্যস্ত ছিল, সেই ফাঁকেই নিজেদের কাজ সেরে নেয় ওই দুই দুষ্কৃতী।