জাতীয় “লাইভলিহুড মিশন”-এর স্বীকৃতি পুরুলিয়ার মহিলা স্বনির্ভর সংঘকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গত অর্থবর্ষে পুরুলিয়ার ২৩২টি গোষ্ঠীকে স্বনির্ভর হওয়ার জন্য আনন্দনয়ী মহিলা স্বনির্ভর সংঘ সমবায় সমিতি সাহায্য করেছিল। ব্যাঙ্ক থেকে তাদের মোট ৪.১১ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল বলে খবর। নিজেরা দিয়েছিল ৫৪ লক্ষের মতো ঋণ। এমনি করেই জেলার অনেক মহিলাকে স্বনির্ভর করিয়ে জাতীয় “লাইভলিহুড মিশন”-এর সম্মান পেতে চলেছে পুরুলিয়ার পাড়া ব্লকের মহিলা স্বনির্ভর সংঘটি। জানা গিয়েছে, গ্রামোন্নয়ন মন্ত্রক দেশের ১০টি সংঘকে স্বীকৃতি দিতে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে রয়েছে কেবলমাত্র পুরুলিয়ার সংঘটি। ৭ মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে দিল্লিতে হবে একটি অনুষ্ঠান। সেখানেই স্বীকৃতি দেওয়া হবে তাঁদের।