শ্যামনগরে লোহা পাচার রুখতে গুলিবিদ্ধ কলেজ পড়ুয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলায় আবার অপরাধীদের বাঁধা দিতে গিয়ে গুলিবিদ্ধ কলেজ ছাত্র। এদিন লোহা পাচারকারীদের বাঁধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। অরিন্দ্রজিৎ চক্রবর্তী নামে ওই জখম ছাত্রকে তড়িঘড়ি ভর্তি করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। উল্লেখ্য, শ্যামনগর প্রভাতি সংঘ মাঠ এলাকায় ভ্যানে করে লোহার ছাট পাচার করছিল একদল দুষ্কৃতী। দুষ্কৃতীদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতে যায় অরিন্দ্রজিৎ এবং কিছু স্থানীয় বাসিন্দা। তখনই দিশেহারা হয়ে পরপর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। অরিন্দ্রজিতের হাতে গুলি লাগে। তারপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, অরিন্দ্রজিতকে গুলি করার ঠিক আগে দুষ্কৃতীরা সুজিত কুমার দে নামের এলাকার আর এক যুবককে রিভলবারের বাঁট দিয়ে একাধিকবার আঘাত করে। জানা গিয়েছে, গোলঘর এলাকার যেখানে ছাঁট লোহা এনে গুদামে জমিয়ে রাখা হত, তার খুব কাছেই নিগৃহীত সুজিতের বাড়ি।
সূত্রের খবর, এর আগেও বহুবার সুজিত নামে ওই যুবক এই মাফিয়ারাজের প্রতিবাদ করেছিলেন। গতকাল সুযোগ পেয়ে তার ওপর তীব্র ক্ষোভে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা।