সুজাতা সদনে নাটকের বইমেলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নাটকের বইমেলা। ২৮ ফেব্রুয়ারি গিরিশচন্দ্র ঘোষের জন্মদিন। এই দিনটি স্মরণে রেখে গত ২ বছর ধরে নাটকের বইমেলা “পথে-প্রাঙ্গণে” আয়োজন করে চলেছে নাট্যদল “প্রতিকৃতি”। এবছরও দক্ষিণ কলকাতার সুজাতা সদনে ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ তৃতীয় বইমেলা হতে চলেছে। নাট্য অনুরাগীদের পাশাপাশি সাধারণ মানুষকে নাটকের বই সম্পর্কে আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ। জানা গিয়েছে, কলকাতা ও বিভিন্ন জেলার বহু নাট্যদল উপস্থিত থাকছে তাঁদের নাট্যপত্রিকা নিয়ে। পাশাপাশি নাটক সংক্রান্ত বই ও পত্র-পত্রিকার সম্ভার নিয়ে অংশ নেবে অনেকগুলি প্রকাশনা সংস্থাও। ২৮ ফেব্রুয়ারি মেলার উদ্বোধনে থাকবেন ত্রিদিব চট্টোপাধ্যায় ও চন্দর সেন। ২৯ ফেব্রুয়ারি মেলায় বিদ্যাসাগরের ২০০ তম জন্মবর্ষিকী স্মরণে বিশেষ অনুষ্ঠানও হবে বলে জানা গিয়েছে।