Murder at uluberiaBreaking News 

উলুবেড়িয়ায় মদের আসরে নিজেদের মধ্যেই বচসার জেরে খুন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শনিবার রাতে লিলুয়ায় ATM লুঠ তারপরেই রবিবার রাতে মদের আসরে প্রথমে বচসা, আর তার জেরেই পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বোয়ালিয়ায়। একের পর এক অসন্তোষজনক ঘটনায় হাওড়া সিটি পুলিশ কার্যত নাজেহাল। ওই ঘটনায় নিহত সেখ মনতাজুলের বাড়ি উলুবেড়িয়ার চক সমরূকে। সূত্রের খবর, রবিবার রাতে স্থানীয় শ্মশানতলায় কয়েকজন বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন মনতাজুল। তখন হঠাৎ তাদের মধ্যে কোনও কারণে বচসা হয়। তারপরেই মনতাজুলের ওপর বাকি যুবকরা ইট, বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ।

ঘটনাস্থলেই মনতাজুলের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে সাথে সাথে এলাকায় বিশাল পুলিসবাহিনী পৌঁছে যায়। এরপর বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।

Related posts

Leave a Comment