তুরস্কে ভূমিকম্পের জেরে মৃত ৯
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তুরস্কে ভূমিকম্পের জেরে মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে। জখম ২১ জন। মার্কিন ভূ-তাত্ত্বিক সর্বেক্ষণ সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ইরানের গ্রাম হাবাস – ই – ওলিয়ার কাছে। এটি তুরস্কের ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। এর প্রভাব পড়েছে ইরানেও। ইরানের পশ্চিম আজার বাইজান প্রদেশে ৪টি গ্রামে বহুক্ষয়-ক্ষতি হয়েছে। উল্লেখ্য, চলতি মাসেই তুষার ধসে ভ্যান প্রদেশে ৪১ জনের প্রাণহানি হয়েছিল।