TrumpOthers 

ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে,সফর নামায় কড়া নিরাপত্তা বলয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ভারতের পথে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলোনিয়া ভারত সফরে আসছেন। তাঁর সফর নামায় রয়েছে করা নিরাপত্তা বলয়। সরকারি ভাবে জানা গিয়েছে, ১১টা ৪০মিনিট নাগাদ আমেদাবাদ বিমান বন্দরে সস্ত্রীক নামবেন ডোনাল্ড ট্রাম্প। ১২টা ১৫মিনিট নাগাদ তাঁর সবরমতী আশ্রমে যাওয়ার কথা। আবার ১টা ৫মিনিট নাগাদ আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে “নমস্তে ট্রাম্প “ইভেন্টে অংশ নেবেন আমেরিকার প্রেসিডেন্ট।এর পর ৩টা ৩০ মিনিটে আগ্রার পথে রওনা দেওয়ার কথা। বিকেল ৪টা ৪৫ মিনিটে ট্রাম্পের আগ্রায় পৌঁছানোর কথা রয়েছে।পাশাপাশি ৫টা ১৫মিনিটে তাজমহল সফর করবেন সস্ত্রীক ট্রাম্প। আবার ৬টা ৪৫মিনিটে ট্রাম্প যাবেন দিল্লির উদ্দেশে। সাড়ে ৭টায় তাঁর দিল্লি পৌঁছানোর কথা। পরদিন রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান রয়েছে, সেখানে উপস্থিত থাকবেন ট্রাম্প।এরপর রাজঘাটে ১০টা ৩০মিনিটে শ্রদ্ধা নিবেদন করবেন ডোনাল্ড ট্রাম্প।১১টা নাগাদ হায়দাবাদ হাউসে বৈঠক হওয়ার কথা। এরপর ৭টা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টকে সংবর্ধনা দেওয়ার জন্য তৈরি ভারত। গুজরাটি নাচ ছাড়াও বিভিন্ন প্রদশর্নীর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হবে বলে জানা গেছে।

Related posts

Leave a Comment