বিজেপি কর্মী খুন, ধুন্ধুমার হাওড়ায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শনিবার রাতে লিলুয়ায় ATM লুঠ তারপর রবিবার উলুবেড়িয়ায় খুন আর আজ সোমবার সকালে আরও একটি মৃতদেহ উদ্ধার এককথায় হাওড়া পুলিশের নাকানি চোবানি অবস্থা। আজ সকালে এক বিজেপি কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত বাসুদেবপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখর মল্লিক।
সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে এদিন সকালে রাস্তায় পড়ে থাকতে দেখেন। মৃতের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ, শেখর মল্লিককে খুন করা হয়েছে। স্বাভাবিকভাবেই অভিযোগের তির শাসক দলের দিকে। বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, ইদানিং ওই এলাকায় সিএএ এবং এনআরসি নিয়ে জোরদার প্রচার চালাচ্ছিল বিজেপি কর্মীরা। সেই প্রচারে একপ্রকার সক্রিয় ভূমিকা নিয়েছিলেন শেখর। যার ফলস্বরূপ তাঁকে বারংবার তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল।
অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাতে এলাকায় শিব-পার্বতীর পুজো ছিল। সেই উপলক্ষে পূজার ভোগ খাওয়ানো হচ্ছিল। সেখানে শেখর মল্লিক অনেক রাত পর্যন্ত ছিলেন। তিনি রাতে বাড়ি ফেরেননি। রাতভর অনেক খোঁজ তল্লাশি চালানো হয় কিন্তু কোনও খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে এদিন সকালে রাস্তার ধার থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।