Health Lifestyle Others 

এবার তামাক জাত পণ্য সেবনে আইনি বয়স ১৮ থেকে ২১ বছর হচ্ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিগারেটে সহ অন্যান্য তামাকজাত পণ্য আইনকে (কোটপা)আরও শক্তিশালী করতে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় সরকার।এবার সেই লক্ষ্য নিয়েই তামাকজাত পণ্য সেবনের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক।”উল্লেখ”তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে আইনি প্রস্তাব দেয়ার জন্য লিগাল সাব গ্রুপ গঠন করে স্বাস্থ্যমন্ত্রক।সম্প্রতি একটি বৈঠকে এই সংক্রান্ত বিষয় নিয়ে সাব গ্রুপ মন্ত্রকে একাধিক প্রস্তাব সম্মিলিত রিপোর্ট জমা পড়ে।বয়স বাড়ানোর পাশাপাশি আইন ভাঙলে জরিমানা বৃদ্ধি এবং সিগারেট সহ অন্যান্য তামাকজাত পণ্যের চোরাচালান রুখতে পরীক্ষার জন্য বিশেষ ট্র্যাকিং ব্যবস্থা চালুর সুপারিশ করলো ওই সাব গ্রূপ।

Related posts

Leave a Comment