হাওড়ার জনবহুল এলাকায় ATM ভেঙে লুঠ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একের পর এক রক্ষীবিহীন ATM লুঠের ঘটনা ঘটেই চলেছে। এবার হাওড়ার লিলুয়ায় এটিএমের ভল্ট ভেঙে লক্ষাধিক টাকা লুঠের ঘটনা ঘটল। ঘটনাটি লিলুয়ার মধ্যখালিয়া এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে ঘটেছে। পুলিশ জানিয়েছে, গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে প্রায় ২১ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা ছিনতাই হয়।
শনিবার সকালে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ব্যাঙ্কে আসে লিলুয়া থানার পুলিশ। লুঠ হওয়া টাকার পরিমান কত তা জানতে এটিএম পরীক্ষা করে দেখা হয়। তারপরেই ভল্ট থেকে ২১ লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে জানতে পারে পুলিশ।
এদিকে ওই এটিএমের দোতলাযতেই থাকেন বাড়ির মালিক। তিনি জানিয়েছেন, সম্ভবত শুক্রবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে। যার ফলে চুরির ঘটনাটি কেউ টের পাননি। সব থেকে বারো কথা হলো ওই এটিএমটি ছিল রক্ষীবিহীন। সেই সুযোগকেই কাজে লাগিয়ে দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে টাকা লুঠ করে পালায়। লিলুয়া থানার পুলিশ ইতিমধ্যেই এই ডাকাতির তদন্ত শুরু করে দিয়েছে। তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে, শহরে গত কয়েক মাসে একাধিক এটিএম লুঠের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।