চতুর্থ দফার ভোট পর্বের একঝলক চিত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চতুর্থ দফার ভোট পর্ব শুরু। বিক্ষিপ্ত হিংসার ঘটনাও ঘটেছে। আক্রান্ত ছাড়ায় নিহত হওয়ার সংবাদ রয়েছে। এই দফায় জেলা ৫টি জেলায় নির্বাচন চলছে। যেমন- হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার ও কোচবিহার।
এই দফায় কেন্দ্র সংখ্যা ৪৪টি। ভোটার সংখ্যা ১,১৫,৭৪,৬৮২ জন। প্রার্থী রয়েছেন ৩৩৯ জন। বুথ সংখ্যা ১৫,৯৪০টি। স্পর্শকাতর বুথের সংখ্যা ৫,৮৭১টি। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৮৫৪ কোম্পানি এবং রাজ্য পুলিশের সংখ্যা ৩৫,১৩৩।
আজ চতুর্থ দফায় মোট আসন সংখ্যা ৪৪টি। যেসব বিধানসভা কেন্দ্রে ভোট হবে সেগুলি হল- হুগলি (১০টি কেন্দ্র)- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম ও চণ্ডীতলা।
হাওড়া (৯টি কেন্দ্র)- বালি, হাওড়া (উত্তর), হাওড়া (মধ্য), শিবপুর, হাওড়া (দক্ষিণ), সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া (পূর্ব) ও ডোমজুড়।
দক্ষিণ ২৪ পরগনা (১১টি কেন্দ্র)- সোনারপুর (দক্ষিণ), ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর (উত্তর), টালিগঞ্জ, বেহালা (পূর্ব), বেহালা (পশ্চিম), মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজ।
আলিপুরদুয়ার (৫টি কেন্দ্র)- আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, কালচিনি ও কুমারগ্রাম।
কোচবিহার (৯টি কেন্দ্র)- মেখলিগঞ্জ, মাথাভাঙা, শীতলখুচি, সিতাই, কোচবিহার (উত্তর), কোচবিহার (দক্ষিণ), নাটাবাড়ি, দিনহাটা ও তুফানগঞ্জ। সব মিলিয়ে এই চিত্র চতুর্থ দফার নির্বাচনে।

