৬ শহর থেকে বিমান নামবে না কলকাতায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৬ শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ থাকবে ১৫ আগস্ট পর্যন্ত। প্রসঙ্গত, করোনার আবহে সংক্রমণ ঠেকানোর জন্য দেশের ৬টি শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এই সময়সীমা ছিল ৩১ জুলাই পর্যন্ত। অন্যদিকে রাজ্য সরকারের আবেদন অনুযায়ী সময়সীমা ১৫ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয়ে নবান্ন থেকে দিল্লিতে চিঠি গিয়েছে। এরপর কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, ১৫ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, নাগপুর ও আমেদাবাদ থেকে কোনও বিমান দমদম বিমানবন্দরে আসবে না।
ইতিপূর্বে দু-দফায় কলকাতা থেকে উল্লেখিত ৬টি শহরে কোনও বিমান যায়নি। এবারও তা যাবে না। সূত্রের আরও খবর, বিভিন্ন এয়ারলাইন্স সংস্থা এই ৬টি শহরের সঙ্গে কলকাতার যোগাযোগ করিয়ে দিচ্ছে ঘুরপথে। দিল্লি থেকে লক্ষ্ণৌ হয়ে কলকাতায় বিমান চলছে। আবার আগস্ট মাসে রাজ্য সরকারের ঘোষিত লকডাউনের দিনগুলিতে বন্ধ রাখা হবে বিমান পরিষেবা। জানা গিয়েছে, যে সমস্ত যাত্রী ওই দিনগুলিতে টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য লকডাউনের পড়ে যাতায়াতের দিন পরিবর্তন করছে এয়ারলাইন্স সংস্থাগুলি। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য এই সংক্রান্ত বিষয়ে জানান, টিকিটের দিনক্ষণ পরিবর্তনের বিষয়টি যাত্রীরা অবিলম্বে এয়ারলাইন্স সংস্থার সঙ্গে কথা বলে জেনে নিতে পারবেন।

