আধুনিক ৮টি ড্রোন কিনছে কলকাতা পুলিশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১ কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তির নয়া ৮টি ড্রোন কিনছে চলেছে কলকাতা পুলিশ । ৮টি ড্রোনের মধ্যে ৪টি ড্রোন দূরপাল্লার, এমনটাই জানা গিয়েছে । লালবাজারের উচ্চপর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুলিশী আধুনিকীকরণের টাকা থেকে এই নতুন ড্রোনগুলো কেনা হচ্ছে বলে খবর । লালবাজার সূত্রের খবর, কলকাতা শহরে বড় সমাবেশ, মিছিল -মিটিং,জমায়েত,হিংসাত্বক আন্দোলন রুখতে ড্রোন এখন কার্যত অপরিহার্য হয়ে পড়েছে। প্রযুক্তির নিরিখে বর্তমানে কলকাতা পুলিশের হাতে থাকা ড্রোনগুলির অধিকাংশই পুরনো। তাই উন্নতমানের ড্রোন কেনা জরুরি হয়ে পড়েছে । জানা গিয়েছে,শুধু কলকাতা নয় এই নতুন ড্রোনগুলি ব্যবহার করা যাবে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল,ও গঙ্গাসাগরের মত বিশাল জনসমাগমেও।আবার দার্জিলিঙ এর মতো জায়গায় বিক্ষিপ্ত আন্দোলনকেও দমন করা যাবে বলে মনে করা হচ্ছে।