Advance DroneTechnology 

আধুনিক ৮টি ড্রোন কিনছে কলকাতা পুলিশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১ কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তির নয়া ৮টি ড্রোন কিনছে চলেছে কলকাতা পুলিশ । ৮টি ড্রোনের মধ্যে ৪টি ড্রোন দূরপাল্লার, এমনটাই জানা গিয়েছে । লালবাজারের উচ্চপর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুলিশী আধুনিকীকরণের টাকা থেকে এই নতুন ড্রোনগুলো কেনা হচ্ছে বলে খবর । লালবাজার সূত্রের খবর, কলকাতা শহরে বড় সমাবেশ, মিছিল -মিটিং,জমায়েত,হিংসাত্বক আন্দোলন রুখতে ড্রোন এখন কার্যত অপরিহার্য হয়ে পড়েছে। প্রযুক্তির নিরিখে বর্তমানে কলকাতা পুলিশের হাতে থাকা ড্রোনগুলির অধিকাংশই পুরনো। তাই উন্নতমানের ড্রোন কেনা জরুরি হয়ে পড়েছে । জানা গিয়েছে,শুধু কলকাতা নয় এই নতুন ড্রোনগুলি ব্যবহার করা যাবে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল,ও গঙ্গাসাগরের মত বিশাল জনসমাগমেও।আবার দার্জিলিঙ এর মতো জায়গায় বিক্ষিপ্ত আন্দোলনকেও দমন করা যাবে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment