করনা আতঙ্ক বার কাউন্সিলে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ স্কুল,কলেজ, অফিসের পর এবার বার কাউন্সিলেও পড়লো নোটিশ। ওই নোটিশে বলা হয়েছে- কলকাতা হাই কোর্টের মাননীয় রেজিষ্ট্রার জেনেরাল-এর গত ১৯/০৩/২০২০ এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া-এর বিজ্ঞপ্তি মেনে আজ ২০/০৩/২০২০ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে করোনা ভাইরাসের জেরে আগামী ৩০/০৩/২০২০ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রত্যেক কোর্টের বার কাউন্সিলের ঘর বন্ধ থাকবে এবং সকল আইনজীবী এবং আইন সংক্রান্ত বিষয়ের কর্মীদের অনুরোধ করা হয়েছে করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তাই তাঁরা ৩০ তারিখ পর্যন্ত যেন কোর্টে না আসেন।
পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের অফিসও আগামী ৩০/০৩/২০২০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। ৩১ তারিখ থেকে সবকিছু পুনরায় আগের মতোই থাকবে কিনা তা এখনই স্পষ্ট নয়। ৩১/০৩/২০২০ দুপুর ৩টের সময় ফের মিটিং বসবে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে থেকে পুনরায় সবকিছু স্বাভাবিক হবে।