roadLifestyle Others 

ব্রিটেনের কালোবাজারি চরমে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কোরোনার জন্য ব্রিটেনের শহরগুলি ভুতেড়ে পরিণত হয়েছে। জানা যাচ্ছে, বাস টার্মিনাস, রেল স্টেশন, বিমান বন্দর, বাজার ঘাট, শপিংমল সবই জনশূন্য। বেশির ভাগ অফিসগুলি ছুটি দেওয়া হয়েছে। যেখানে জনগণ থিক থিক করে সেই জায়গা এখন জনমানব শূন্য।কর্মীদের বাড়িতে বসেই অফিসের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।এই ফাঁকা জনশূন্য হওয়ায় ব্যাপক ক্ষতির সমুখ্খীন হচ্ছে ছোট মাপের ব্যবসায়ীরা।এমন পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে মুদি দোকানগুলি তারা কালোবাজরি শুরু করেছে। দোকানদাররা অতি প্রয়োজনীয় খাদ্যপণ্য ও অনন্য সামগ্রী দ্বিগুন বা তিনগুন দামে বিক্রি করছে। এই অবস্থায় বয়স্ক ব্যক্তিরা নিজেদেরকে ঘরবন্দি করেছেন।তাঁদেরকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে ছোট ছোট গোষ্ঠী।স্থানীয়রা মিলে এই গোষ্ঠী তৈরি করেছেন। ইংল্যান্ডে বসবাসকারী বরুন মেহতার কথায়, কালোবাজরি এমন জায়গায় পৌঁছেছে যে ছোট স্যানিটাইজারগুলি বিক্রি হচ্ছে ১০পাউন্ডে। তিনি আরও বলেন ২৫কেজি আটার বস্তা ৯ পাউন্ডে বিক্রি হচ্ছে।

Related posts

Leave a Comment