chanakko puraskarLifestyle Others 

চাণক্য পুরস্কার পেলেন পি বি সালিম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চাণক্য পুরস্কার পেলেন পি বি সালিম। পাবলিক রিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (পি আর সি আই )আয়োজিত কর্পোরেট লিডারশিপ অফ দা ইয়ার বিভাগে “চাণক্য পুরস্কার -২০২০ পেলেন তিনি। ডব্লুবি পি ডি সি এল -এর চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর সালিম। জানা গিয়েছে ,কর্নাটকের ডিপার্টমেন্ট অফ হোম আফেয়ার্স বাসবরাজ বোমমাই বেঙ্গালুরুর জ্ঞানজ্যোতি অডিটোরিয়ামে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ১০তম পি আর সি আই এক্সলেন্স অ্যাওয়ার্ড ২০২০-তে ৪টি পুরস্কার পেয়েছে ডব্লু বি পি ডিসি এল।

Related posts

Leave a Comment