tejosOthers Technology 

সুপারসনিক “তেজস” কিনছে ভারতীয় বায়ুসেনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যুদ্ধ বিমানের নতুন প্রজন্ম -মাল্টিরোল সুপারসনিক তেজস বিমান কিনছে ভারতীয় বায়ুসেনা।ডিফেন্স এক্যুইজিশন কাউন্সিল হিন্দুস্থান এরোনেটিক্স লিমিটেড (হ্যাল )এর কাছ থেকে ৮৩টি এই শক্তিশালী এয়ারক্রাফট ক্রয়ের অনুমোদন দিয়েছে।ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, হ্যালের সঙ্গে প্রাথমিক ভাবে ৮৩টি তেজস মার্ক -১এ এয়ারক্রাফটের জন্য ৫৬ হাজার কোটি টাকার চুক্তি হয়। বর্তমানে তার দাম ১৮ হাজার কোটি টাকা কমানো হয়েছে হয়েছে বলে জানা গিয়েছে।সর্বশেষ পাওয়া খবর, এপ্রিল মাসের মধ্যেই তেজসের এই নতুন প্রযুক্তির বিমান তুলে দেওয়া হবে বায়ুসেনার হাতে।জানা যায়, গতবছর যে দামে চুক্তি হয়েছিল সেই দাম ১৮ হাজার কোটি কমিয়ে ৩৮হাজার কোটিতে এসে পৌঁছেছে । সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই তেজস বিমান শব্দের থেকেও দ্রুত ছুটতে পারে এবং পৃথিবীর মধ্যে সব থেকে হালকা বিমান। তেজস মার্ক-১এ এর ওজন ১৩.৫ টন ও তেজস এমকে-২এর ওজন ১৭.৫ টন।এমনকি ৯ টন অবধি এই বিমান ক্ষেপণাস্ত বইতে সক্ষম। বিমানের নকশা তৈরি করে এরোনটিক্যাল ডিজাইন এজেন্সি।প্রযুক্তিতে হিন্দুস্তান এরোনটিস্ক লিমিটেড (হ্যাল )।

Related posts

Leave a Comment