মৌলানা আজাদ কলেজ স্যানিটাইজার বানাতে আসরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে পরামর্শ দিচ্ছেন। এই পরিষ্কার করতে হবে বারেবারেই। এই ভয়াবহ পরিমণ্ডলে বাজার থেকে স্যানিটাইজার একপ্রকার নিখোঁজ বলা চলে। সূত্রের খবর, মৌলানা আজাদ কলেজ স্যানিটাইজার বানাতে আসরে নামল। এই স্যানিটাইজার ইথাইল বানানো হচ্ছে ইথাইল অ্যালকোহল ৭০ শতাংশ, সংক্রামক শক্তিনাশক গ্লিসারিন ও সুগন্ধি দিয়ে। রসায়নের শিক্ষক শুভদীপ সামন্ত, প্রবীরকুমার দাস ও অম্বরীশ রায় এই উদ্যোগে সামিল। বিষয়টি প্রথম মাথায় আসে কলেজের অধ্যক্ষ শুভাশিস দত্তের, এমনটাই জানিয়েছেন শুভদীপবাবু। পাশাপাশি ওই কলেজের অধ্যক্ষ শুভাশিস দত্ত জানিয়েছেন, কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। কলেজের ছাত্র ও অন্যদের যাতে কাজে লাগে, সেই জন্যই স্যানিটাইজার তৈরি করা হয়েছে। এটি তৈরি হচ্ছে জেনে অনেকেই চাইছেন।