Harbol SanitizerHealth Others 

চাহিদা বাড়ায় সরকারি খামারেই তৈরি হচ্ছে জৈব স্যানিটাইজার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সরকারি খামারে তৈরি হচ্ছে জৈব স্যানিটাইজার। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক এখন দেশে-বিদেশে। এই সময় চাহিদা বেড়েছে স্যানিটাইজারের। দোকানগুলিতে মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে স্যানিটাইজার। সূত্রের খবর, এই অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হল পঞ্চায়েত দফতরের অধীনস্থ সামগ্রিক এলাকা উন্নয়ন পর্ষদ (সিএডিসি)। জানা গিয়েছে, পঞ্চায়েত দফতরের অধীনে রাজ্যের বিভিন্ন জেলায় ২২টি খামার রয়েছে। প্রতিটি খামারে কৃষিকাজের পাশাপাশি মাছ চাষ ও বিভিন্ন গবাদি পশুও পালন করা হয়ে থাকে। এই সব জায়গায় কৃষিকাজ হয় পুরো জৈব পদ্ধতিতে। এবার উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, শিলিগুড়ি, হুগলি ও বর্ধমানে পর্ষদের খামারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এখন তৈরি করছেন হ্যান্ড স্যানিটাইজার। এ বিষয়ে জানা যায়, ১৫, ৩০ এবং ৬০ মিলিলিটার আয়তনের স্যানিটাইজারের বোতলে থাকছে ৬০ শতাংশ অ্যালকোহল, ৩০ শতাংশ অ্যালোভেরা ক্রিম ও গ্লিসারিনের মিশ্রণ এবং ১০ শতাংশ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তেল। এক্ষেত্রে ৩ ধরনের তেল স্যানিটাইজারে ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রচুর মহুয়া গাছ দেখতে পাওয়া যায়। এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্যানিটাইজারে মহুয়া তেল ব্যবহার করছেন। বীরভূম জেলায় রয়েছে প্রচুর সোনাঝুরি গাছ। এখানে স্যানিটাইজারে ব্যবহার করা হচ্ছে সোনাঝুরি গাছ থেকে তৈরি তেল। শিলিগুড়ি ও কালিম্পংয়ে স্যানিটাইজারে মেশানো হচ্ছে চা গাছের তেল।

Related posts

Leave a Comment