Mamata Banerjee at corona meetingBreaking News Health 

করোনার সতর্কতায় ৬ মাস বিনামূল্য চাল-ডাল-গম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সারা দেশে করোনার আতঙ্কে আতঙ্কিত সাধারণ থেকে হাই প্রোফাইল সব শ্রেণীর মানুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিন-রাত এক করে দিচ্ছেন করনা মোকাবিলায়।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করোনার সতর্কতা বিষয়ে যা যা বললেন:-
⇒ এখন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্য চাল-ডাল-গম পাবেন রাজ্যের গরীব মানুষেরা।
⇒ হাসপাতালগুলিতে করোনা সন্দেহদের জন্য নতুন ওয়ার্ড তৈরি করা হবে। সাধারণ আইসিইউ-তে করোনা আক্রান্তদের আর রাখা হবে না।
⇒ সরকারী কর্মীরা অফিসে না এসে বাড়ি থেকে ই-অফিসের দ্বারা কাজ করবেন।
⇒ প্রতিটি হাসপাতালেই নির্দিষ্ট ফিবার ক্লিনিক তৈরি হবে।
⇒ এই মুহূর্তে অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনই ভাল।
⇒ রাজ্যে নতুন তিনটি করোনার নমুনা পরীক্ষাকেন্দ্র তৈরি করা হচ্ছে।
⇒ অন্যান্য দপ্তরের থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পুজোর পর বিশেষ ছুটি দেওয়া হবে।
⇒ এই ভাইরাস প্রথমে বিদেশ থেকেই ছড়িয়েছে, তারপরেই রাজ্যে সংক্রমণ হয়েছে।
⇒ এখনও পর্যন্ত যাঁরা বিদেশ থেকে এসেছেন তাঁরা সকলেই সেচ্ছায় বাড়িতে থাকুন। কেউ সেচ্ছায় ঘরবন্দি না থাকলে সরকার তাঁর ওপর বল প্রয়োগ করতে পারে।
⇒ সোমবার থেকে State Emergency Relief Fund তৈরি করা হচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় করোনার জন‍্য সাহায্য করতে চান তাঁরা এই ফান্ডে সাহায্য করতে পারেন।
⇒ ৫ শতাংশ স্বাস্থ্যকর্মীরা নিজেদের বাড়িতেই থাকছেন।
⇒ কেন্দ্রের থেকে এখনও পর্যন্ত কোনও সাহায্য মিলছে না।
⇒ এই সঙ্কটজনক পরিস্থিতে বেসরকারী সংস্থাগুলিকে ৫০ শতাংশ কর্মী কমানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Related posts

Leave a Comment