Higher Secondary-2020Education Others 

করোনা সতর্কতায় রাজ্যের নজর উচ্চমাধ্যমিকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চমাধ্যমিক নিয়ে সতর্ক রাজ্য। করোনা সতর্কতার জেরে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কিনা, তার সদুত্তর এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, সিবিএসই (দ্বাদশ), আইএসসি এবং আইসিএসই পরীক্ষা ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উচ্চমাধ্যমিক সংক্রান্ত প্রশ্নের জবাবে জানিয়েছেন, দুটো দিকই দেখতে হবে। পড়ুয়ারা সম্পূর্ণ প্রস্তুত। ওদের বেশির ভাগ পরীক্ষাও হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রীর এ প্রসঙ্গে বক্তব্য, “আমার মতে, পরীক্ষাটা হয়ে গেলেই ভাল। তবে রাজ্যের সব সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই হচ্ছে। আমি নজর রাখছি।” উল্লেখ্য, ২৭ মার্চ উচ্চমাধ্যমিক ও একাদশের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার কথা। সব মিলিয়ে এবার ১৯ লক্ষ পড়ুয়া পরীক্ষা দিচ্ছে।

Related posts

Leave a Comment