ভবিষ্যৎ বাঁচাতে পথে-আন্দোলনে প্রতিবাদী কন্যা লিসিপ্রিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রচার অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, মণিপুরের ৮ বছরের কন্যা জলবায়ু বাঁচাতে আসরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান প্রদর্শন করে ওই মণিপুরী কন্যার বক্তব্য, “আমার দাবি যদি নাই শোনেন, তাহলে ঘটা করে আমার কাজ উৎযাপন করবেন না।”
পাশাপাশি জলবায়ু বাঁচাতে প্যারিস চুক্তি মেনে চলার পরামর্শ দিয়েছে ওই শিশুকন্যা। জলবায়ু বাঁচাতে সরব লিসিপ্রিয়া কাঙ্গুজাম নামে ওই কন্যা। তাঁকে ভারতীয় “গ্রেট থুনবার্গ” বলে অনেকে অভিহিত করেন। এই তকমায় আপত্তি রয়েছে মেয়েটির। এ প্রসঙ্গে লিসিপ্রিয়ার বক্তব্য, আমরা ভাল বন্ধু। আমাদের অনেকের অনুপ্রেরণাও। কিন্তু গ্রেটার অনেক আগে ২০১৮ সালের জুলাই মাসে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আক্ষেপের সুরে তাঁর আরও মন্তব্য, মণিপুরী হওয়ায় প্রচারের আলো কখনই তাঁর ওপর পড়েনি।
উল্লেখ্য, মণিপুরের বাসিখোঙ গ্রামে গ্রেট থুনবার্গের অর্ধেক বয়সী লিসিপ্রিয়ার বাড়ি। প্রাকৃতিক বিপর্যয় ও ধস সেখানকার মানুষকে ঘরছাড়া করে দেয় প্রতিনিয়ত। ওই মেয়ের টুইটার বায়োতেও লেখা, “আ হোমলেস চাইল্ড ক্লাইমেট অ্যাক্টিভিস্ট।” বর্তমানে লিসিপ্রিয়া থাকে দিল্লিতে। গতবছর সংসদভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল ছিল সে। এক্ষেত্রে তাঁর বার্তা ছিল, জলবায়ু পরিবর্তন আইন পাশ করুন, আমাদের ভবিষ্যৎ বাঁচান। আন্দোলনের তাগিদে নানা শহরে ডাকও পরে লিসিপ্রিয়ার।