hasna-hena-hasanLifestyle 

হেনার ভালোলাগা এখন পেশার জগৎ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বর্তমানে ডিজাইন তৈরিতে মগ্ন থাকেন হাসনা হেনা হাসান। তাঁর বিপুল পোশাকের সম্ভার আকৃষ্ট করে ক্রেতাকে। হেনার নকশায় অনেক কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। একটা সময় ছেলেবেলায় তাঁর পিতা তাঁকে শিখিয়েছিলেন তাজমহল ও গোলাপ ফুল আঁকতে। এরপর থেকে ছবি ও নকশার প্রতি তাঁর ভালবাসা জন্মে যায়। সেই ভালোলাগা এখন হয়েছে পেশার জগৎ।

হেনার হাত ধরে প্রায় ৩০ জনের রুটি-রুজির বন্দোবস্তও হয়েছে। বালির ৫ নং ওল্ড জি টি রোডে হেনার বুটিক। সেখানে মিলবে লেহেঙ্গা, গাউন, ডিজাইন শাড়ি, ব্লাউজ, কার্ডিগান সহ বিবিধ পোশাকের সম্ভার। ইতিমধ্যেই কলকাতায় তাঁর দুটি ফ্যাশন শো হয়ে গিয়েছে। ভবিষ্যতের ইচ্ছা, চলচিত্র শিল্পীদের কস্টিউম ডিজাইন করার। উল্লেখ্য, ১২ বছরে আগে হাসনা হেনা গিয়েছিলেন কলকাতার একটি নামকরা ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটে। সেখানেই ভর্তি হয়ে গেলেন ওই তরুণী। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।

আন্তর্জাতিক নারী দিবসের দিনে তাঁর কণ্ঠে দৃঢ়তার সঙ্গে শোনা গেল, “মা ডাক্তার সাহানা হাসানই আমার প্রেরণা। ফ্যাশন ডিজাইন আসলে অফবিট পেশা। এখানে লড়াইটা খুব সহজ নয়। এটা বুঝতে পারি ইনস্টিটিউট থেকে ডিগ্রি শেষ করার পর।”

Related posts

Leave a Comment