krishna expressBreaking News Travel 

প্রথম সম্পূর্ণ মহিলা চালিত ট্রেন কৃষ্ণা এক্সপ্রেস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যাত্রা শুরু হল দেশের প্রথম সম্পূর্ণ মহিলা চালিত ট্রেনের। মহিলা পরিচালিত কৃষ্ণা এক্সপ্রেস তিরুপতির উদ্দেশ্যে রওনা দিয়েছে। নারী দিবসের আগেরদিন দক্ষিণ-মধ্য রেলওয়ের তত্ত্বাবধানে কৃষ্ণা এক্সপ্রেস বিজয়ওয়াড়া স্টেশন থেকে তিরুপতি উদ্দেশ্যে রওনা দেয়। বিজয়ওয়াড়া স্টেশনের পিআরও নুসরত এম মন্দ্রুপকর, স্টেশন মাস্টার সুনয়না, পয়েন্টস ওমেন শেখ নাজমার উপস্থিতিতে ট্রেনটির উদ্বোধন করা হয়। ৮ মার্চ নারী দিবসকে সামনে রেখে এই উদ্বোধন হল।

Related posts

Leave a Comment