হাতে-কলমে বিজ্ঞান শেখাতে মেলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিজ্ঞানে আকৃষ্ট করতে বিজ্ঞান মেলার আয়োজন। পাশাপাশি বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করতে এবং বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে বিজ্ঞান মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এডুকেশন ফাউন্ডেশন নামে একটি সংস্থার পক্ষ থেকে কোচবিহারের ফলিমারি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত কাটামারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল এই বিজ্ঞান মেলার। এখানে হাতে-কলমে বিজ্ঞান সংক্রান্ত পরীক্ষা ও বিজ্ঞানের বিভিন্ন মডেল দেখানো হয়। শিশু-কিশোরদের জন্য আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন হল। এরফলে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে।