দেশের পরিকাঠামো গড়তে ভারত-সঙ্গী হতে চায় নাইজেরিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পরিকাঠামো শিল্পে ভারতকে পাশে পেতে এবার উদ্যোগী হল নাইজেরিয়া। নিজেদের দেশের পরিকাঠামো গড়ার জন্য ভারতকে সঙ্গে নিতে চায় নাইজেরিয়া। ওই দেশের কৃষিক্ষেত্রেও বিনিয়োগের ভাল সম্ভবনা রয়েছে বলেও দাবি করলেন ভারতে নিযুক্ত নাইজেরিয়ার হাই-কমিশনের ক্রিস সানডে ইজ। শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন তিনি। মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ভারত চেম্বার অফ কমার্স আয়োজিত দুটি অনুষ্ঠানে অংশ নিলেন ভারতে নিযুক্ত নাইজেরিয়ার হাই-কমিশনার। এই সংক্রান্ত বিষয়ে তিনি জানালেন, আমরা দেশের উন্নয়নের স্বার্থে পরিকাঠামোয় নজর দিতে চাই। ভারতের মতো দেশগুলি পাশে না থাকলে তা সম্ভব নয়। রেল, রাস্তা, বন্দর, বিদ্যুৎ, উৎপাদন সহ বিশেষ কিছু ক্ষেত্রগুলোতে ভারতকে এগিয়ে আসতে হবে।