organic color 1Enviornment Health Lifestyle 

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ভেষজ আবির বাজারে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবারের দোলে স্বনির্ভর গোষ্ঠীর আবির। চিনা আবির বাজার দখল করে থাকলেও বাজার বেশ মন্দা। করোনা ভাইরাসের জেরে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই বাজার এবার বেশ খানিকটা দখল করল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ভেষজ আবির। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভেষজ আবির তৈরি করছেন। সেই আবির বিক্রির বন্দোবস্ত করছে রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর। ওই দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে ভেজাল আবির ও রংয়ের রমরমা। অন্যদিকে করোনা আক্রান্তের জেরে চিনা আবির-রঙের মন্দা বাজার। সবমিলিয়ে এই দপ্তরের নজরদারিতে স্বনির্ভর গোষ্ঠী ভেষজ আবির তৈরি করে বিক্রি করছে। মোট ৫টি রঙের ভেষজ আবির তৈরি করা হয়েছে। ওই দপ্তর ও স্বনির্ভর সূত্রে আরও জানা গিয়েছে, ফুলের সঙ্গে জল মিশিয়ে রং বানানো হচ্ছে। ওই তরল রঙে মেশানো হচ্ছে ট্যালকম পাউডার। মিশ্রণ শুকিয়ে গুঁড়ো করে আবির বানানো হচ্ছে। এতে কোনও রাসায়নিক নেই। ১০০ গ্রাম আবিরের দাম ৩০ টাকা।

Related posts

Leave a Comment