এখনও সঙ্কটমুক্ত নন পি কে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এখনও সঙ্কটমুক্ত নন ফুটবলার পি কে ব্যানার্জি। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও বিপদ কাটেনি এই কিংবদন্তী ফুটবলারের। জানা গিয়েছে, শনিবার জরুরিভিত্তিতে বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। বাইপাস লাগোয়া হাসপাতালের চিকিৎসক দল প্রদীপ ব্যানার্জিকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতাল সূত্রের খবর, ফুসফুসের সংক্রমণ অ্যান্টিবায়োটিক দিয়ে কমানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। তাঁকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রাক্তন ফুটবলার ও সাংসদ প্রসূন ব্যানার্জি দাদা প্রদীপ ব্যানার্জিকে দেখতে যান। পুরোপুরি সঙ্কট এখনও কাটেনি পি কে-র।