রোনাল্ডিনহোর গ্রেপ্তারে ফুটবল বিশ্ব সরগরম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্রেপ্তার হলেন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার রোনাল্ডিনহো। অভিযোগ, অবৈধ পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে প্রবেশের জন্য রোনাল্ডিনহো এবং তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, দুঃস্থ শিশুদের একটি ফাউন্ডেশনের আমন্ত্রণে প্যারাগুয়ের রাজধানীতে এসেছিলেন রোনাল্ডিনহো। পাশাপাশি একটি বই প্রকাশের অনুষ্ঠানেও অংশ নিতে এসেছিলেন বলে খবর। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলারের আইনজীবী অবশ্য জানিয়েছেন, কেন রোনাল্ডিনহো ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হল বুঝতে পারছি না। দুজনকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। এই ঘটনায় ফুটবল বিশ্ব সরগরম।