করোনায় ইরানের সাংসদ ফতেমার মৃত্যু ঘিরে চাঞ্চল্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নোভেল করোনা ভাইরাসে ইরানে প্রাণ গেল আরও এক সাংসদের। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল সাংসদ ফতেমা রহবারের। তাঁর বয়স ৫৫ বছর। সম্প্রতি সাংসদ হয়েছিলেন ফতেমা। ফেব্রুয়ারির শেষদিকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে ইরানে। তেহরানের পরিসংখ্যান অনুযায়ী জানানো হয়েছে, এ পর্যন্ত ৭ জন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি আধিকারিকদের প্রাণ গিয়েছে করোনার কারণে। ইরানে করোনার বলি এখনও পর্যন্ত ১২৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১৬ হাজারেরও বেশি। করোনার জেরে সাংসদ ফতেমার মৃত্যুর ঘটনার পর ইরানে রাজনৈতিকমহলে চাঞ্চল্য। অন্যদিকে, উদ্বেগের খবর ইতালিতেও। ডেমোক্র্যাটিক পার্টির প্রধান নিকোলা জিঙ্গারেত্তিও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে এবং তাঁর পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে।