washim jaffarBreaking News Sports World 

ক্রিকেট থেকে অবসর জাফরের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ওয়াসিম জাফর। রঞ্জি ও ইরানি ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ১৯৯৬-৯৭ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ওয়াসিমের। ৩১ টেস্টে জাফরের রান সংগ্রহ ১,৯৪৪। যারমধ্যে সেঞ্চুরি রয়েছে ৫টি। ওয়ান-ডে ম্যাচ খেলেছেন মাত্র ২টি। শেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬০টি ম্যাচে ১৯,৪১০ রান সংগ্রহ করেন তিনি। তাঁর সর্বোচ্চ রান ৩১৪ অপরাজিত। রঞ্জি ট্রফিতে ১২ হাজার রান করে কৃতিত্ব রয়েছে জাফরের। মুম্বাই ছাড়াও বিদর্ভ দলকে রঞ্জি চ্যাম্পিয়ন করিয়েছেন জাফর। ৪২ বছর বয়সে জাফর অবসর নিলেন। তাঁর প্রতিক্রিয়া, অনেক বছর খেলেছি। এবার ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে।

Related posts

Leave a Comment